Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজশাহীতে পুলিশের জরুরী সেবার জন্য দুটি গাড়ী

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ৬:৩৯ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২০

রাজশাহীতে জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন করে কেউ সাহায্যের অনুরোধ জানালে দ্রুত পৌঁছানোর জন্য দুটি গাড়ি পেয়েছে রাজশাহী জেলা পুলিশ। গাড়ি দুটি এখন থেকে সেবাপ্রার্থীর ফোনকলের অপেক্ষায় থাকবে। কেউ সাহায্য চাইলে পুলিশ এ দুটি গাড়ি নিয়ে ছুটবে।

শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে গাড়ি দুটির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিআইজি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে বাংলাদেশ পুলিশ। রাজশাহী জেলায় ৯৯৯ এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এই জেলার সাধারণ জনগণ আরও বেশি দ্রুততার সাথে সেবা পাবেন। #রাজশাহীতে কলেজ ছাত্রীর ছুরিকাঘাতে আহত, আটক-১

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় কাজের বুয়ার মেয়ে ঝর্না (২৫) বাড়ির মালিকের মেয়ে সিমরান নামের এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন।

নগরীর বোয়ালিয়া থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শাহ বলেন, ঝর্ণার মা কলেজ ছাত্রী সিমরানদের বাড়িতে কাজ করে। সে কাজের সূত্রেই টাকা ধার দিয়েছিল। টাকা ফেরত না দেয়ায় ঝর্ণা বাড়ির মালিকের মেয়ে সিমরানকে বটি দিয়ে আঘাত করে ও ছুরিকাঘাতের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা জানতে পারলে তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরুরী সেবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ