মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত এক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেন, গোষ্ঠীটির হাতে এখনো কতজন শিক্ষার্থী আটক আছে তা স্পষ্ট নয়। গত মঙ্গলবার অন্তত ১৭ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছিল। সে দিনের উদ্ধার অভিযানকালে দুই শিক্ষার্থী মারা যায়। গত শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের ক্যানকারা এলাকার গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালান মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। -আল জাজিরা, এনটিএ
ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধও হয়। বন্দুকযুদ্ধ চলাকালে বিদ্যালয়টির ৮ শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক বিদ্যালয়ের হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। বোকো হারাম এ ঘটনার দায় স্বীকার করেছে। এর আগে ২০১৪ সালে অনুরূপ একটি ঘটনায় এই গোষ্ঠী ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। এবার টানা ছয় দিন অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহৃত প্রায় সব শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হন। ক্যাটসিনা রাজ্যের গভর্নর আমিনু বেল্লো মাসারি বলেন, ৩৪৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের ক্যাটসিনা শহরে নিয়ে যাওয়া হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এনটিএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা ধারণা করছেন, অধিকাংশ শিক্ষার্থী উদ্ধার হয়েছে। সবাইকে এখনো উদ্ধার করা যায়নি। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আগে উদ্ধার শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হবে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি টুইটারে লিখেছেন, অধিকাংশ শিক্ষার্থীকে উদ্ধারের এ ঘটনা গোটা দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিরাট স্বস্তিদায়ক খবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।