পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো ভোগ বিলাসে মত্ত থাকে বলে অভিযোগ করেছে বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এসব অভিযোগ করেন। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুমাইয়া ইসলাম বলেন, যে শ্রমিকের শ্রমে-ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি গতিশীল রয়েছে সেই শ্রমিকদের জীবন স্থবির হয়ে পড়েছে। সরকার প্রবাসী শ্রমিকদের জন্য ২০১৩ সালে আইন প্রণয়ন করলেও সেই আইনের কোনো কার্যকারিতা নেই। আইন বাস্তবায়নে সরকারের অনীহা আইনের শাসনের পরিপন্থী।
অন্যান্য বক্তারা বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা ভোগ বিলাসে পাশাপাশি ব্যাক্তিগত কাজে ব্যস্ত। তারা ওই সব দেশে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সঙ্গে দাস-দাসীর মতো আচরণ করেন। সংগঠনের সভাপতি সাবিনা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোটেক সুমাইয়া ইসলাম, লিনা মল্লিক, জাহাঙ্গীর মোল্লা, শামিমুল ইসলাম শিমু, রায়হান কবির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।