Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকাতে সাংবাদিক হত্যার দায়ে সাবেক মেয়র গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ৮:৩৬ পিএম

এক মেক্সিকান সাংবাদিক হত্যার দায়ে গ্রেপ্তার হলেন এক সাবেক মেয়র।গতকাল বৃহস্পতিবার মেক্সিকোর জাতীয় দৈনিক ‘লা জরনাডা’-এর ক্রাইম রিপোর্টার মিরোসলাভা ব্রিচের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চিহুয়াহুয়া রাজ্যের শিনিপাস সিটির সাবেক মেয়রকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃংখলা বাহিনী। -ডয়েচে ভেলে
২০১৭ সালে মিরোসলাভা ব্রিচের গুলিবিদ্ধ মৃতদেহ তার বাসভবনের পাশ থেকে উদ্ধার করা হয়। এ সাংবাদিককে কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছিলো। প্রমান পাওয়া যাওয়ায় শিনিপাস সিটির সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়। কনজারভেটিভ ন্যাশনাল অ্যাকশন পার্টির এ নেতা সাংবাদিক ব্রিচকে তার বিরুদ্ধে লেখার কারণে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশেই ক্রাইম রিপোর্টারকে ৮টি গুলি করা হয় ২০১৭ সালের ২৩ মার্চ। ইতোপূর্বে আদালত সাবেক এ মেয়রকে মাদক মামলায় ৫০ বছরের জেল দিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, মেক্সিকো সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। শুধু ২০২০ সালেই ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ