Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় যৌন উত্তেজনামূলক সিরাপ বিক্রি ও মজুদের অপরাধে লাখ টাকা জরিমানা ব্যবসায়ীর

বিশেষ সংবাদদাতা,বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ৫:০৯ পিএম

বগুড়ায় নিষিদ্ধ যৌন উত্তেজনামূলক সিরাপ বিক্রি ও মজুদের অপরাধে এক ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড দেওয়া হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা শহরের কাঠাতলা ছাতাপট্টিতে অভিযান পরিচালনা করেন।

এসময় ঔষধ আইন-১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স বিহীন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মিসব্রান্ডেড ঔষধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোর এর মালিক মো. পান্নাকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় পান্না স্টোর থেকে অবৈধ যৌন উত্তেজক জিংসিং ও লায়ন ব্র্যান্ডের ৩৬০ বোতল সিরাপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সিরাপ বগুড়া জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ