Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিইউ চাহিদা বাড়ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

নভেম্বর থেকে দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা প্রয়োজন এমন রোগীর সংখ্যা আগের চেয়ে প্রায় দুই গুণ বেড়েছে। চট্টগ্রামেও আইসিইউতে চিকিৎসা দরকার এমন রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, সংকটপূর্ণ রোগীর সংখ্যা বাড়ছে। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীত আসার সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণ বাড়ার কারণেই সংকটপূর্ণ রোগীর সংখ্যাও বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১০ ডিসেম্বর থেকে গত এক সপ্তাহে ঢাকা শহরের ১৯টি কোভিড-১৯ হাসপাতাল বা হাসপাতালের ইউনিটে প্রতিদিন গড়ে ৬২টি আইসিইউ শয্যা খালি ছিল। গত মাসের একই সময়ে (১০-১৬ নভেম্বর) প্রতিদিন গড়ে খালি ছিল ১১৯টি আইসিইউ শয্যা। ঢাকার কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট ২৮৮টি আইসিইউ শয্যা আছে। এর মধ্যে ১১৩টি শয্যা রয়েছে ১০টি সরকারি হাসপাতালে এবং বাকি ১৭৫টি রয়েছে নয়টি বেসরকারি হাসপাতালে। গত ৩ থেকে ৯ ডিসেম্বর, এই সাত দিনে প্রতিদিন গড়ে ফাঁকা ছিল ৮২টি আইসিইউ শয্যা। এ পরিসংখ্যান থেকেই বোঝা যায়, সংকটপূর্ণ রোগীদের জন্য আইসিইউ শয্যার চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।

চট্টগ্রামে সংকটপূর্ণ রোগীর সংখ্যা বাড়ার হার ঢাকার তুলনায় কিছুটা কম। সেখানে সাতটি কোভিড-১৯ হাসপাতালে মোট ৪৫টি আইসিইউ শয্যা আছে। গত এক সপ্তাহে চট্টগ্রামে প্রতিদিন গড়ে ২২টি আইসিইউ শয্যা খালি ছিল। আর গত মাসের একই সময়ে প্রতিদিন গড়ে খালি ছিল ২৭টি।
দেশের প্রথম কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগরে সহকারী অধ্যাপক ডা. এমএ হাসনাত বলেন, ‘আগে (দুই মাস আগে) করোনা রোগীর সংখ্যা কমেছিল। এখন আমরা পর্যবেক্ষণ করছি যে, এটি বাড়ছে। আইসিইউ প্রয়োজন, এমন সংকটপূর্ণ রোগীর সংখ্যাও বাড়ছে।’ তিনি বলেন, দেশের করোনার সংক্রমণ শুরু হওয়ার পরপরই যে পরিমাণ সংকটপূর্ণ রোগী আমরা পেয়েছিলাম, এখন তার চেয়েও বেশি পাচ্ছি। গুরুতর অসুস্থ না হলে তো কোভিড-১৯ রোগীরা সাধারণত হাসপাতালে আসে না বলে উল্লেখ করেন তিনি।

রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরামর্শক এবং রোগতত্ত¡বিদ ডা. মুশতাক হোসেন বলেন, সাধারণত সংক্রমণ বাড়ার তিন সপ্তাহ পরে হাসপাতালে নেয়ার মতো সংকটপূর্ণ রোগীর সংখ্যা বাড়ে। যেহেতু সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাই আমরা দেখছি, হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে। নিরাপদ থাকার জন্য জনগণের প্রতি মাস্ক পরার ও স্বাস্থ্য মেনে চলার আহবান জানিয়েছেন ডা. মুশতাক হোসেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ