Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পৌরুষপুর’ সম্পর্কে শিল্পা শিন্দে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

অভিনেত্রী শিল্পা শিন্দেকে অচিরেই ‘পৌরুষপুর’ ওয়েব সিরিজে। এর কাহিনী সপ্তদশ শতকের পটভূমিতে ভারতে অপরাধ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ভাগ্যবিপর্যয়, ধর্ষণ এবং ভালবাসা নিয়ে। এরই মধ্যে সিরিজের ট্রেলার দেখান শুরু হয়েছে। ট্রেলার দেখলে অনেকের মনে পড়ে যাবে রেখা এবং শেখর সুমন অভিনীত গিরীশ কার্নাড পরিচালিত এরোটিক ড্রামা ‘উৎসব’-এর কথা। এই তুলনায় শিল্পার প্রতিক্রিয়া : “আমি মনে করি পৌরুষপুরে আমার চরিত্রের সঙ্গে ‘উৎসব’-এ রেখা জির চরিত্রকে তুলনা করা উচিত নয়। আমাদের সিরিজের সঙ্গে ‘উৎসব’-এর অনেক মিল আছে বিশেষ করে ভাষা, কস্টিউম, অলঙ্কার আর চরিত্রের দিক দিয়ে, তবে আমি রেখা জি’র চরিত্রের স্তরে তুলনীয় নই। আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি।” শিল্পা সিরিজে রানি মীরাবতীর ভূমিকায় অভিনয় করেছেন। “সিরিজটিতে অনেক রহস্য আছে। আমি নিশ্চিত করতে পারি দর্শকরা নিরাশ হবে না।পৌরুষপুর একটি পুরুষপ্রধান রাজ্য এবং এখানে নারী শুধু ভোগের সামগ্রী, তবে আমরা দেখিয়েছি নারীরা শুধু পুরুষদের ভোলাতেই পারে না তারা হত্যাও করতে পারে। সুতরাং তাদের হেলা করা ঠিক নয়,” তিনি বলেন। পৌরুষপুর’-এ আর ও অভিনয় করেছন মিলিন্দ সোমন, শাহির শেখ, আন্নু কাপুর, সাহিল সালাতিয়া, পৌলমি দাশ, অনন্তবিজয় জোশি, ফ্লোরা সায়নি এবং আদিত্য লাল। সিরিজটি ২৯ ডিসেম্বর জি-ফাইভ এবং অল্ট বালাজিতে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পা-শিন্দ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ