Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ জনগণ ও ইসলামের কল্যাণে কাজ করুন -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৭:২১ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায়নি। সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে। দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে। ৩০ লাখ মা-বোনের ইজ্জত বিসর্জন দিয়ে দেশ স্বাধীন হলেও তারা আজও নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী নির্যাতন, ধর্ষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই কী ছিলো স্বাধীনতার চাওয়া পাওয়া। শাসকগোষ্ঠীর সীমাহীন ব্যর্থতাকে ওলামায়ে কেরামের কাঁদে তুলে দিয়ে পার পেতে চাচ্ছে। আজকে দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ওলাময়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতা বিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে। সরকার দলীয় লোকজন যেভাবে দেশের শীর্ষ ধর্মীয় নেতা, নায়েবে নবী ওলামায়ে কেরামকে নিয়ে গালি-গালাজ করছে এটা খুবই দুঃখজনক। বিশ্বের সকল পরাশক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা, মশার মাধ্যমে ধরাশায়ী করে দিয়েছেন। আল্লাহর ধরা বড়ই শক্ত। কাজেই ইসলামবিরোধী নেতাকর্মীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশ ও ইসলামের অকৃত্রিম বন্ধু ওলামায়ে কেরাম। তাদের গালি-গালাজ করে প্রকৃত সত্য ধাবিয়ে রাখা যাবে না। তিনি বলেন, স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী আজ দিশেহারা। তিনি হিংসা বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।



 

Show all comments
  • আবদুর রব ১৭ ডিসেম্বর, ২০২০, ৭:২৬ পিএম says : 0
    ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Muhammad Ibrahim ২০ ডিসেম্বর, ২০২০, ২:১৩ পিএম says : 0
    পীর সাহেব চরমোনাই এর কথায় একমত
    Total Reply(0) Reply
  • Muhammad Ibrahim ২০ ডিসেম্বর, ২০২০, ২:১৩ পিএম says : 0
    পীর সাহেব চরমোনাই এর কথায় একমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চর মোনাই পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ