পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র রমাযান মাসে আলেম-ওলামাদের অযথা হয়রানী করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বেনামে করা মামলায় ওলামায়ে কেরামকে না জড়িয়ে প্রকৃত দোষীদেও খুঁজে বের করার দাবি জানান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ইতোমধ্যে অনেক নিরীহ নিরাপরাধ আলেম-ওলামাদের গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। অনেকে তারাবীহ নামাজ পড়ে বের হওয়ার পর মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। পীর সাহেব চরমোনাই নিরীহ আলেম, মসজিদের ইমাম, খতীব এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন জেলা ও থানা নেতৃবৃন্দকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে গ্রেফতারকৃত ওলামায়ে কেরাম ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির মহাসম্মানিত মাহে রমাযান। তিনি বলেন, রমাযানে সিয়াম সাধনা করে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে যে সকল মুসল্লি মসজিদে যাবেন তাদের সাথে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রোজাদার মুসল্লিদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং অসম্মান না করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।