গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, বাংলাদেশের আলেম সমাজ কোনদিন স্বাধীনতা বিরোধী ছিলেন না। এক প্রকার কুচক্রি মহল ওলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী বানিয়ে সংঘাতের পথ তৈরি করছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা এমদাদুল হক আড়াইহাজারির নেতৃত্বে একদল ওলামায়ে কেরাম হযরত হাফেজ্জী হুজুরের নিকট এসে বললেন হযরত আমরা কি করতে পারি। জবাবে হাফেজ্জী হুজুর বললেন, মুক্তিযুদ্ধ হল জালিমদের বিরুদ্ধে মাজলুমের সংগ্রাম। আমাদের জন্য ওয়াজিব মজলুমদের পক্ষ নেয়া। তখন অনেক ওলামায়ে কেরাম হাফেজ্জী হুজুরের কথায় উৎসাহিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওলামায়ে কেরামরাই বেশি ভালবাসে। তার প্রমাণ বঙ্গবন্ধুর গোসল এবং জানাজা। বঙ্গবন্ধুর শাহাদাতের পর সেনাবাহিনী বঙ্গবন্ধকে বিনা গোসলে বিনা জানাজায় গোপালগঞ্জে কবর দিতে চেয়েছিল। কিন্তু ওলামায়ে কেরাম সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করে বঙ্গবন্ধুকে গোসল করিয়ে জানাজা দিয়ে টুঙ্গিপাড়ায় কবর দিয়েছিলেন। তিনি বলেন, দেশের আলেম সমাজ স্বাধীনতার পক্ষে ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন। রাম-বামরা কোনো দিন আলেমদেরকে দেশবিরোধী বানাতে পারবে না ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচর মারকাজুল মা'আরিফিল ইসলামিয়া মাদরাসার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ও আল্লামা শাহ আহমদ শফী (রহ.) আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউসুফ সন্ধিপীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন বারিধারা মাদরাসা সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর আলম, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ফাহাদ, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা খাইরুজ্জামান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুফতি আবু দারদা, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা ইসমাঈল হুসাইন ও মুহাম্মাদ ইলিয়াস হোসাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।