মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভারত এখন ‘টিকা কূটনীতি’ পরিচালিত করছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।ব্লুমবার্গ ছাড়াও এমন প্রতিবেদন বিজনেস স্ট্যান্ডার্ড, ফিন্যান্সিয়াল পোস্ট, টাইমস অব ইন্ডিয়াও করেছে। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের টিকা সরবরাহে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ভারত। এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে এটি ভারতের পাল্টা পদক্ষেপেরই একটি অংশ। গত বছর ভারত বিতর্কিত নাগরিকত্ব আইন পাশ করার পর দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়ন দেখা দেয়। -ব্লুমবার্গ, বিজনেস স্ট্যান্ডার্ড, ফিন্যান্সিয়াল পোস্ট, টাইমস অব ইন্ডিয়া
ভারতের এই আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পূর্ব নিধারিত ভারত সফর বাতিল করেন। এরপর এই প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার দুই দেশের মধ্যে কোনো শীর্ষস্থানীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখন প্রতিবেশী ঢাকার সঙ্গে দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্ককে রাঙ্গিয়ে তুলতে চাইছে নয়াদিল্লী। এই বছর টানা দুইবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদশে সফর করেছেন। দ্বিতীয় সফরটি করেছেন চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার সময় আগস্টে। চীন বাংলাদেশে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রতিও দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সম্মেলনে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও ঢাকা দীর্ঘদিনের অবাস্তবায়িত তিস্তা চুক্তির বিষয়টি তুলতে পারে। ১৯৮০ সাল থেকে এই চুক্তি নিয়ে আলোচনা চললেও তার কোনো সমাধান হয় নি। গত সেপ্টেম্বরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, তারা তিস্তা নিয়ে চুক্তি চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ব্লুমবার্গকে বলেন, ‘নয়াদিল্লীর সঙ্গে দশকব্যাপী কাছাকাছি সম্পর্ক থাকা সত্ত্বেও তিস্তুা চুক্তির দীর্ঘ ব্যর্থতা ও ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এখন কোভিড-১৯ দুই দেশকে আবার এক করেছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।