Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রদ্ধায় সারা দেশে বিজয় দিবস উদযাপিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বর্ণাঢ্য নানা আয়োজনে সারা দেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেলা- উপজেলায় তোপ ধ্বনীর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরীর সরকারি ভবনগুলোকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম : কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি নেতারা বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসন আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করে। চিটাগাং চেম্বার, কর্তফুলী গ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিজিএমইএসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়। নগরীর মসজিদ, এতিম খানায় বিশেষ দোয়া মাহফিলে মুুক্তিযুদ্ধে শহীদদের মাগফিরাত কামনা করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং রাতে মেম্বারস ডে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের নেতৃত্বে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এদিকে জনসংযোগ কর্মকর্তা কাজী নূর জাহান শীলার সঞ্চালনায় আলোচনা সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এবং উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় চারজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরীর সঞ্চালনায় জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যশোর : যশোরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীদের ঢল নামে বিজয়স্তম্ভে। সেখানে সবাই একে একে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজশাহী : স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সোয়া ৮টায় বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফরিদপুর : সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে সৃতিস্তম্ভে পুস্পমালা অর্পণের পর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, হাইওয়ে পুলিশ সুপার ও নৌ পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামচুল হক ভোলা মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদ,পৗরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু,জেলা আওয়ামীলীগ ও এর অংগসংগঠন, জেলা বিএনপি ও এর অংগসংগঠন, জেলা জাতীয় পার্টি, জাকের পার্টি জাসদ, কমিনিস্ট পার্টি, বিভিন্ন শিক্ষা,সামাজিক, পেশাজীবী সংগঠন ও সর্বস্তরে জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

ঝালকাঠি : স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এর আগে রাত ১২ টা ১ মিনিটে প্রথম ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষে জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা আওয়ামী লীগ, স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

লক্ষীপুর : স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন লক্ষীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

মাগুরা : মাগুরায় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা ও দায়রা জজ মো.কামরুল হাসান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহসহবিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মেহেরপুর : মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

নাটোর : নাটোরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানসহ প্রমূখ।

নেত্রকোনা : নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রথমে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। পরে একে একে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন সরকারি ও বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

নীলফামারী : পুষ্পমাল্য অর্পণ করা হয় আওয়ামী লীগের উদ্যোগে। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলী জানানোর পর আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

টাঙ্গাইল : দুপুরে টাঙ্গাইলে আলোচনা সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সব্রত কুমার সিকদার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম ।

রাঙামাটি : সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুরর রশিদ, রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির-পিপিএম, বীর মুক্তিাযোদ্ধাগণ, জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলার সিভিল সার্জন বিপাশ খীসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অপণ করেন।

চাটখিল (নোয়াখালী) : উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ইউএনও আবু সালে মোহাম্মদ মোসা’র নেতৃত্বে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্বে পুস্পমাল্য অর্পণ করেন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপকআব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়া অন্য আলোচনা সভায় সাবেক মেয়র পৌর বিএনপির সদস্য সচিব ইসাহাক আলী, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিশ্বনাথ (সিলেট) : সিলেটের বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক বর্ণালী পাল।

চিরিরবন্দর (দিনাজপুর) : উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

দাউদকান্দি (কুমিল্লা) : সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে দাউদকান্দি পৌর বিএনপি সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপি সভাপতি এ.কে.এম শামছুল হক।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানা, দৌলতপুর আওয়ামী লীগ ও দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

ধামরাই(ঢাকা) : উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে মুহম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।

গাবতলী (বগুড়া) : বগুড়া গাবতলীতে শ্রদ্ধা নিবেদন করেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আছাদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু, প্রমূখ।

গফরগাঁও : কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান।

গোদাগাড়ী (রাজশাহী) : শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, প্রেসক্লাব, জাতীয় পার্টি (জেপি) ছাত্রলীগ, যুবলীগসহগ বিভিন্ন সংগঠন পুস্পার্ঘ্য অর্পণ করেন। এদিকে, ইন্দুরকানীতে বিজয় দিবসে পুস্পার্ঘ্য অর্পণের সময় মাধ্যমিক শিক্ষা অফিসার লাঞ্চিত হয়েছে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্যের পক্ষে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম সুরুজ ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের নেতৃত্বেসহ বিভিন্ন সমবায় ও সমাজ ক্যল্যাণ সংগঠন।

কালকিনি-ডাসার(মাদারীপুর) : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী এতে সভাপতিত্বে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়েছে।

কাপ্তাই (রাঙ্গামাটি) : কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এর নেতৃত্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জ (ঢাকা) : দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

কোটালীপাড়া( গোপালগঞ্জ) : শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ওসি শেখ লুৎফর রহমান

লালপুর (নাটোর) : কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, লালপুর থানার ওসি সেলিম রেজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে পুস্পুুস্তব অর্পণ করে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ নেতাকর্মীরা।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে আওয়ামী লীগের উপজেলা নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা মনোয়ার প্রমুখ।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, আ.লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস প্রমূখ।

নেছারাবাদ (পিরোজপুর) : পুষ্পস্তবক অর্পণ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখায়েত হোসেন, প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) ফুলপুর শাখার উদ্যোগে গরীব, অসহায় ও দ্ঃুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়েছে।

রামগড় (খাগড়াছড়ি) : সকাল সাড়ে ৭টায় বিজয় ভাস্কর্য সম্মূখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও ইউএনও মু,মাহমুদ উল্লাহ মারুফ ও অফিসার ইনচার্জ সামসুজ্জামান।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবীর স্টিভ, আ’লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ প্রমূখ।

রাউজান (চট্টগ্রাম) : সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আ›লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান । পরে ইউএনও জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ(নোয়াখালী) : উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ থানার পক্ষে ওসি আবদুল বাতেন মৃধা।

শ্যামনগর (সাতক্ষীরা) : পুষ্পমালা অর্পণ করেন সাতক্ষীরা- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এস,এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলনসহ প্রমূখ।

সিংড়া (নাটোর) : বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ওবায়দুল হক এর সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফেজ মো. কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কে এম আতিকুর রহমান।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, ভাইস চেয়ারম্যান উম্মে সালমা ও সফিউল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, প্রমূখ।

তিতাস (কুমিল্লা) : তিতাসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, ইউএনও মোছাম্মৎ রাশেদা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় দিবস

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ