বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় ্উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন শিক্ষার্থীর উপবৃত্তির ১ লাখ ১০ হাজার ৭শ’ ৭৫ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। জানা গেছে, উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের ২৮ জন, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ জন, ধরইল উচ্চ বিদ্যালয়ের ১৬ জন এবং পুকুরপাড় ফাজিল মাদরাসার ৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিল স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানগণ প্রস্তুত করে তা অনুমোদন করিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিসে জমা প্রদান করেন। হিসাবরক্ষণ অফিস অনুমোদন দিয়ে তা সোনালী ব্যাংকে পাঠায়। সোনালী ব্যাংক উল্লাপাড়া শাখার কর্মকর্তারা ওই বিলের টাকা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে জমা না করে অবহেলায় ফেলে রাখে। শেষ হয়ে যায় ২০১৫-১৬ অর্থবছর। প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলন করতে এসে দেখে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকা তাদের হিসাবে জমা হয়নি। ফলে উল্লাপাড়া সোনালী ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় ৫৮ জন শিক্ষার্থীর ১ লাখ ১০ হাজার ৭শ’ ৭৫ টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা না পেয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবেশ চন্দ্র স্যানালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ভুলের জন্য এ টাকা ফেরত গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।