Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:০৯ পিএম

ফিলিপাইনে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই। বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩ মিনিটে (আন্তর্জাতিক সময় মান ২ টা মিনিটে) এ ভূমিকম্পন অনুভূত হয়। খবর ইনডিপেনডেন্টের।
দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, এই কম্পনের উৎস মাটির ১০ কিমি গভীরে। স্থানীয় প্রশাসনিক কর্তারা জানান, মিনদানাও এলাকায় কম্পনের পরে বাড়ি থেকে সব বাসিন্দা বেড়িয়ে যান। তীব্র আতঙ্ক ছড়ায়। ইউএস সার্ভেলেন্স সেন্টারের দাবি এই কম্পন অনুভূত হয় মিনদানাও দ্বীপে।
ভূকম্পের উৎস ছিল কলোম্বীয় শহর থেকে ৭ দশমিক ৭ কিলোমিটার দূরে। ২০১৮ সালেও ভূমিকম্পের তাণ্ডবে বিধ্বস্ত হয় ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৩। দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে ওই কম্পন অনুভূত হয়। সূত্র : ইনডিপেনডেন্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ