নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবলের (এসবিএফ) আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কৃত্রিম মাঠে আজ (বুধবার) দুপুরে আয়োজন করা হয় লিজেন্ডস মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। করোনাকালে প্রয়াত দেশের ৪ কিংবদন্তি ফুটবলারের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় টিম নওশেরুজ্জামান, টিম গোলাম রব্বানি হেলাল, টিম বাদল রায় ও টিম নুরুল হক মানিক নামে চারটি দল। প্রথম ম্যাচ শুরু আগে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। ফাইনালে টিম নওশেরুজ্জামান ৪-০ গোলে টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বাফুফের চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ- সভাপতি আবদুস সালাম মুর্শেদী। আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভুইয়া মানিক, মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সাবেক কৃতী ফুটবলার কায়সার হামিদ, এসবিএফের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সম্্রাট মহিম, সিনিয়র সহ-সভাপতি বাবলু, সহ-সভাপতি আইমান আন্দালিব, কামরুল, অয়ন, মাকসুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।