Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে পরিবার পরিকল্পনা অধিদফতরের মা, শিশুস্বাস্থ্য ও কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:১২ পিএম

মহান বিজয় দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় পরিবার পরিকল্পনা অধিদফতরের পক্ষ থেকে ‘জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ এবং কোভিড-১৯ এর প্রেক্ষাপটে মা, শিশুস্বাস্থ্য ও কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. সিরাজুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের বিভিন্ন ইউনিটের পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তারা এবং আমন্ত্রিত অন্যান্য সম্মানিত অতিথিরা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১৫জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার অন্যান্য কর্মকর্তারা ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন।

উল্লেখ্য, কর্মসুচির শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি, এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকতা-কর্মচারিরা পরিবার পরিকল্পনা অধিদফতরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় দিবস

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ