Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থুনবার্গকে জবাব দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

নিউজিল্যান্ডের জলবায়ু নীতি নিয়ে গ্রেটা থুনবার্গের সমালোচনার জবাব দিলেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডান। সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ নিউজিল্যান্ডের ‘জলবায়ুর জরুরী অবস্থা’ ঘোষণা করাকে ‘তথাকথিত’ বলে মন্তব্য করায় দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডান বলেন, ‘গ্রেটার ভাবনার চেয়েও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনেক বেশি করছে নিউজিল্যান্ড।’

টুইটে গ্রেটা বলেন, ২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড মাত্র ১ শতাংশেরও কম কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি দিয়েছে। তার সমালোচনার প্রেক্ষিতে আর্ডান বলেন, ‘আমি তার টুইট দেখি নি। আমি এটাও বলছি না যে টুইট করার পূর্বে তার এ বিষয়ে ভালো করে জানার দরকার ছিলো। কিন্তু কার্বন নিঃসরণে আমারা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘যদি কোনো সরকার সংক্ষিপ্ত লক্ষ্যমাত্রা দেখায় তবে সেটার সমালোচনা করা যায়, কিন্তু আমরা কেনো সংক্ষিপ্ত পথ নয়, জলবায়ু পরিবর্তনের জন্য স্থায়ী লক্ষ্যমাত্রা গ্রহণ করেছি।’ গত সপ্তাহে জ্যাসিন্দা আর্ডান তার দেশে জলবায়ুর জরুরী অবস্থা ঘোষণা করে বলেন, সরকারী খাতগুলোকে এখন থেকে শুধুমাত্র বৈদ্যুতিক বা হাইব্রিড যান-বাহন কিনতে হবে। এবং সরকারী ভবনগুলোতে ব্যবহৃত ২০০ কয়লা-চালিত শিল্প সামগ্রী ধীরে ধীরে উঠিয়ে ফেলতে হবে। প্রসঙ্গত, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে আইন পাশ করে পরিকল্পনা গ্রহণ করা স্বল্প কয়েকটি দেশের মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ