Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তারকাদের নিয়ে শামীম শাহেদের ঈদ আড্ডার অনুষ্ঠান

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নায়ক নাকি নায়িকা? নাটকে কার গুরুত্ব বেশি এবং কেন? এ রকম মজার বিষয় নিয়ে শামীম শাহেদের সাথে আড্ডায় মেতেছেন আনিসুর রহমান মিলন, রওনক হাসান, বাঁধন ও মৌসুমী হামিদ। ‘গল্পের নায়ক-নায়িকারা’ শিরোনামে এই অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে বিএফডিসি’র ৩ নম্বর ফ্লোরে। অনুষ্ঠানটি সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘গল্প-নির্ভর আমাদের নাটকগুলোতে নায়ক বা নায়িকার চরিত্র কখন কেন্দ্রীয় হয়ে ওঠে- এই প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করেছি এই অনুষ্ঠানে। দর্শকদের কাছে তাদের কাজ এবং ব্যক্তি জীবনের গল্প তুলে ধরার জন্য তাদেরকে একসাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য। এই চারজনের সাথে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ ‘গল্পের নায়ক-নায়িকারা’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ঈদ-উল-আযহা’র বিশেষ ঈদ আয়োজনে। প্রযোজনা করেছেন খায়রুল বাবুই ও তারিকুল ইসলাম সজল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকাদের নিয়ে শামীম শাহেদের ঈদ আড্ডার অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ