Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

 

লন্ডনে রাস্তায় গুলিবিদ্ধ ৩
যুক্তরাজ্যের লন্ডনের পূর্বাঞ্চলীয় একটি রাস্তায় অন্তত তিনজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১০টার দিকে হ্যাকনি এলাকার মিডলটন রোডে ওই তিনজনকে গুলি করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের পুলিশ হেল্পলাইনে ফোন করার আহবান জানানো হয়েছে। স্কাই নিউজ।


সুদান সন্ত্রাসী থেকে বাদ
সন্ত্রাসী তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সুদানের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সুদানকে কালো তালিকা থেকে বাদ দেয়া হলো। এর আগে সুদানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির আওতায় ১৯৯৮ সালে কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দ‚তাবাসে সন্ত্রাসী হামলায় নিহত মার্কিনিদের জন্য ৩৩৫ মিলিয়ন ক্ষতিপ‚রণ দিতেও রাজি হয়েছে সুদান। ওই হামলায় ২২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। রয়টার্স।


শাদি কা খানা হোম ডেলিভারি
ছেলের বিয়ের জন্য ৭০০ জন আমন্ত্রিতের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমেই বিয়ের খাবার পাঠিয়েছেন ? শুনতে অবাক লাগলেও এমনই কান্ড ঘটিয়েছেন চেন্নাইয়ের এক ব্যক্তি। ‘শাদি কা খানা’- হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটাকে তাই বলা যায়। জানা গেছে, করোনা আবহে সুরক্ষাবিধি মেনে বিয়ের আয়োজন করতে গেলে অনেককেই বলা হত না। কারণ বিয়ে বাড়ি থেকেও ছড়াতে পারে মারণ করোনা ভাইরাস। তাই চেন্নাইয়ের ওই ব্যক্তি অভিনব এই উপায় বের করলেন। জিনিউজ।


কোয়ারেন্টিনে নেতানিয়াহু
করোনার উপসর্গে ভোগায় কোয়ারেন্টিনে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী শুক্রবার পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে। ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রবিবার এবং সোমবার নেতানিয়াহুর করোনা পরীক্ষা করা হয়েছে। তবে দু’দিনই তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ইসরাইলে এ পর্যন্ত ৩ লাখ ৫৯ হাজার ৫০৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৪ জন। গাল্ফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ