Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চকোলেট ড্রপা নামে অ্যালবাম বের করছেন কেভিন হার্ট

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কমেডি তারকা কেভিন হার্ট জানিয়েছেন তার র‌্যাপার অলটার ইগো (স্টেজে তার আরেক চরিত্র) চকোলেট ড্রপা নামটি ব্যবহার করে তিনি একটি গানের অ্যালবাম বের করবেন। তিনি জানান ড্রপার অ্যালবামটি এই বছরই মুক্তি পাবে। তিনি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন এই বছরের ১৪ অক্টোবর এটি বের হবে।
“ড্রেক, ফিউচার, জে যি, টুচেইন্স এবং আমি আপনাদের সবাইকে তাক লাগিয়ে দেব। আমি আপনাদের এখন খেতে দেব তবে আমি নিজেই এখন ক্ষুধার্ত। শহর কেন্দ্রে যাচ্ছি এবং সেখানে গিয়ে কাজ শুরু করব,” তিনি তার নতুন লেবেলের ঘোষণা ভিডিওতে র‌্যাপ গানের সুরে বলেন।
“আপনি যদি র‌্যাপার হয়ে থাকেন আমি আপনাকে পালাতে বলব কারণ আমি আপনাকে ধরতে আসছি। আপনারা ছোট এক দানবের দরজায় কড়া নেড়েছেন যে চিকেন নাগেট খেতে এবং গ্রীষ্মের সন্ধ্যায় পার্কে দীর্ঘক্ষণ হাঁটতে ভালবাসে... এর মানে হল আমি সবাইকে ঘায়েল করব!” ড্রপা আরও বলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকোলেট ড্রপা নামে অ্যালবাম বের করছেন কেভিন হার্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ