রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে যেমন ডিলাররা বিপাকে পড়েছেন তেমনি কৃষকরা চরম হতাশায় ভুগছেন। চলতি আমন মৌসুমে এ উপজেলায় ২৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তার চাহিদা মোতাবেক ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভায় বিসিআইসির নিয়োগকৃত ১৬ জন ডিলার প্রতিজনই ৮৫ মেট্রিক টন করে ইউরিয়া সার উত্তোলন করেন। উত্তোলিত সারের অর্ধেকেই জমাট বাঁধা হওয়ায় তা ধান চাষিরা ক্রয়ে অনীহা প্রকাশ করছেন। এ অবস্থা চলতে থাকায় ডিলাররা জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন। এছাড়া ধান চাষিরা নির্ধারিত সময়ে রোপণকৃত আমন ধানে সার দিতে না পারায় ধানের চারাগুলো বিবর্ণ হয়ে পড়ছে। এতে চলতি আমন মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করে হতাশায় ভুগছেন। এ নিয়ে বিসিআইসি সার ডিলার প্রদীপ মহন্ত জানান, কৃষক জমাট বাঁধা সার ক্রয় করছে না। উত্তোলিত সারের ৩শ’ বস্তা তার ঘরেই অবিক্রীত হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বরাদ্দকৃত সারগুলো চীন দেশের। তবে এর গুণগত মান ঠিক আছে। চাষীরা কেন ক্রয় করছেন না খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।