Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা ও নাটকের অভিনয়ে ব্যস্ত ফজলুর রহমান বাবু

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয়ের জন্য চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি এর আগে আবু সাইয়ীদের ‘শঙ্খনাদ’, নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’, বদরুল আনাম সৌদ’র ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ফজলুর রহমান বাবু বলেন, ‘দিন দিন অভিনয়ে দায়িত্ব বেড়ে যাচ্ছে। কারণ অভিনয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই পুরস্কার যখন একের পর এক পাচ্ছি, তখন দায়িত্বের জায়গাটাও বেড়ে যায়। দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে যায়। আগামীতে যেন দর্শকের প্রত্যাশা আরো বেশি পূরণ করতে পারি এই দোয়া চাই সকলের কাছে।’ এদিকে আগামী জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক। এতে খন্দকার মোস্তাকের চরিত্রে অভিনয় করবেন তিনি। এই চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে বেশ ভালোভাবে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, তূর্যর ‘পায়রার চিঠি’ ও চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন রাজীবুল ইসলাম রাজীবের ‘উড়াল’ ও সোয়াইবুর রহমানের ‘নন্দিনী’ সিনেমার কাজ নিয়ে। আপাতত ধারাবাহিক নাটকে খুব কম অভিনয় করছেন। এরইমধ্যে সকাল আহমেদ’র নির্দেশনায় একটি ঈদ ধারাবাহিকের কাজ করেছেন। আগামী ২৪ ডিসেম্বর থেকে তিনি সাগর জাহানের নির্দেশনায় ঢাকায় ও কক্সবাজারে একটি ঈদ ধারাবাহিকের কাজে অংশ নিবেন। এছাড়া রুমান রুনীর নির্দেশনায় খন্ড নাটক ‘এক ফালি রোদ’র কাজ শেষ করেছেন। বাবু মাঝে মধ্যে গানও করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা-নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ