রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাজীরামপুর গ্রামের প্রবাসীর স্ত্রী এলাকার যুবকদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে কৌশলে যুবকদের ফাঁসিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজীরামপুর গ্রামের প্রবাসী ইসরাফিলের স্ত্রী বিউটি একেক সময় একেকজনের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে মোবাইলে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি ধারণ করে। তারপর তার বাহামভুক্ত লোকদের দিয়ে গ্রাম্য শালিসের আয়োজন করে লাখ লাখ টাকা জরিমানা আদায় করে থাকে। জরিমানা আদায় করতে না পারলে থানায় মামলা দায়ের করার নজিরও রয়েছে। গত বছর একইভাবে কাজীরামপুরের সাইফুল ও আরফানের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ বছর ব্যবসায়ী ইদ্রিসকে টার্গেট করে গত ১৯ জুলাই গ্রাম্য শালিসে ইদ্রিসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করতে না পেরে বিউটি বাদী হয়ে কাজীরামপুর গ্রামের আঃ বাছেদের ছেলে ব্যবসায়ী ইদ্রিস আলীকে আসামি করে গত ১৭ আগস্ট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সখিপুর থানায় মামলা দায়ের করে। বাদী বিউটির শাশুড়ি বলেন, আমার ছেলের বউয়ের সাথে কয়েকজন যুবকের অবৈধ দৈহিক সম্পর্ক রয়েছে। সে কারো কথা শোনে না। অভিযুক্ত ব্যবসায়ী ইদ্রিস বলেন, আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। আমাকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেয় করার জন্যই মামলা করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জয়নাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।