Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বব ডিলানের সব গানের স্বত্ব কিনে নিলো ইউনিভার্সাল মিউজিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

ছয় দশকে বব ডিলানের নিজের লেখা সব গানের স্বত্ব কিনে নিয়েছে ইউনিভার্সাল মিউজিক। ডিলানের গানের এই বিশাল সংগ্রহকে বিটলসের সৃষ্টির পরপরই মূল্যবান গণ্য করা হয়। বলাই বাহুল্য এই গানের মধ্যে কালজয়ী ‘ব্লােয়িন’ ইন দ্য উইন্ড’, ‘দ্য টাইমস দে আর আ- চেনজিন’, ‘নকিন’ ইন দ্য হেভেন্সে ডোর’ এবং ‘ট্যাঙ্গলড আপ ইন ব্লু’। “অসাধারণ ও হৃদয় ছোঁয়া, অনুপ্রেরণাদায়ক ও সুন্দর, অন্তর্দৃষ্টিসম্পন্ন ও উদ্দীপক, তার গান কালোত্তীর্ণ- হোক তা আধা শতাব্দী আগে বা গতকাল লেখা,” ইউনিভার্সাল মিউজিক গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্যার লুসিয়ান গ্রেইঞ্জ এক বিবৃতিতে বলেন। এর আগে ডিলানের বেশ কিছু ইহুদীবিদ্বেষ বিষয়ক এবং অপ্রকাশিত গানের কথা নিলামে ৪,৯৫,০০০ ডলারে বিক্রি হয়েছে। নিউ ইয়র্ক সিটির গ্রিনউইচ ভিলেজের ফোক মিউজিকের পটভূমিতে ১৯৬০-এর দমকের প্রথম দিকে বব ডলানের আত্মপ্রকাশ হয়। এ পর্যন্ত তার ১২৫ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়েছে। ২০১৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। একজন গীতিকার হিসেবে তিনিই প্রথম এই সম্মাননা লাভ করেন। ইউনিভার্সাল মিউজিক ঠিক কত দিয়ে তার গানের স্বত্ব কিনে নিয়েছে তা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বব-ডিলান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ