Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবি পূরণের আশ্বাসে কাজে ফিরছেন স্বাস্থ্য সহকারীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

পদোন্নতিসহ বেতন-গ্রেড বৃদ্ধির দাবি পূরণের আশ্বাসে দীর্ঘ ১৮ দিনের কর্মবিরতি শেষে আজ (সোমবার) থেকে কাজে ফিরছেন স্বাস্থ্য সহকারীরা। তবে দেশজুড়ে আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালীন সময়ের মধ্যে আশ্বাাসের বাস্তবায়ন না হলে পুণরায় লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেছেন তারা।

গতকাল স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট অ্যাসোশিয়েশন’ দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে ঢাকা রির্পোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির সাময়িক সমাপ্তি ঘোষণা করে কাজে ফেরার কথা জানান স্বাস্থ্য সহকারীরা।

এ ব্যপারে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট অ্যাসোশিয়েসনের সভাপতি শেখ রবিউল আলম খোকন বলেন, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে তারা কর্মবিরতিতে ছিলেন। গত শনিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয় দ্রæততার সঙ্গে তাদের দাবি মেনে প্রজ্ঞাপনের আশ্বাস দিয়েছেন। এছাড়া করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন সংরক্ষণে সহযোগিতা, শিশু ও গর্ভবতী মায়েদের প্রতি মানবিক দায়বদ্ধতার কারণে ১৪ ডিসেম্বর থেকে সাময়িক কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। তবে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের যথাক্রমে ১৩, ১২ ও ১১ গ্রেড প্রদানের দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেয়া হবে।

সভায় আরও বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় শাস্তিমূলক ব্যবস্থাস্বরূপ যাদের শোকজ করা হয়েছে তা বাতিল করতে হবে। চট্টগ্রামের রাজউন থেকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বদলীকৃত স্বাস্থ্য সহকারী মো. হুমায়ুন রশিদ চৌধুরীর বদলী আদেশ প্রত্যাহার করতে হবে। কর্মবিরতি স্থগিতের পরও কারও বিরুদ্ধে কোন হয়রানীমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়য়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এ ক্যাম্পেইনের আওতায় দেশের ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ