Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে চার জেলে আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ। গতকাল রোববার তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লেয়াকাত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), সোরা গ্রামের মৃত বছির গাজীর ছেলে ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন (খোকন) (৩৬) ও রুলামিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন (২০)। সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা সুলতান আহম্মেদ জানান, বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলে-আটক

১৪ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ