রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর এক মতবিনিময় করেন। গত শনিবার উপজেলার মাইজপাড়া তার গ্রামের বাড়িতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা দেশের আয়না, সাংবাদিকদের কল্যাণে আমি কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ আ.লীগের রাজনীতিতে জড়িত আছি। আমি আ.লীগের একজন রাজনৈতিক কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হেলেনা জাহাঙ্গীর বলেন, আমি মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি অসহায় মানুষের জন্য কাজ করছি। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, আ.লীগ নেতা সেলিম সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।