Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্য-চ্যানেল আই শ্রেষ্ঠ লোকগীতি শিল্পী-২০২০ হলেন সায়েরা রেজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সম্প্রতী অনুষ্ঠিত হয়েছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৫তম আসর। সংগীতের বিভিন্ন বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। দেশের তারকা সংগীতশিল্পী, গীতিকার, সুরকারদের মিলন মেলায় শ্রেষ্ঠ লোকগীতি শিল্পী হিসেবে এ আসরে সায়েরা রেজাকে এই সম্মাননা দেয়া হয়। সায়েরা রেজা বলেন, সকল প্রশংসা আল্লাহতাআলার। লোকসঙ্গীতে পাওয়া এবারের দেশসেরা শিল্পীর স্বীকৃতি আমার দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। এ ধরনের পুরস্কার জেতা অবশ্যই আনন্দের ও গর্বের। আমি মনে করি, আসল পুরস্কার পাওয়া হয় তখনই, যখন আমার গানে কোনো ভিনদেশীর চোখেও পানি আসে, কিংবা আমার গান ভালোবাসে কোনো ভক্ত তার সদ্যজাত কন্যা সন্তানের নাম রাখে আমার নামে। খুব ভালো লাগে যখন কাউকে বলতে শুনি, আপা আপনার গান শুনে শুনে আমার কৈশোর কেটেছে। আশরফুলদের মতো ক্রিকেটাররা যখন বলে ঢাকা স্টেডিয়ামে ম্যাচের ব্রেক টাইমে আপনার গান শুনে আমরা উজ্জীবিত হতাম। উল্লেখ্য, সম্প্রতী সঙ্গীত ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্ণ করা সায়েরা রেজা রবীন্দ্রসংগীত, আধুনিক এবং ফোক গানের প্রতি আত্মনিবেদনের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে ১৯৮৮ সালে শিক্ষা মন্ত্রনালয়ের কাছ থেকে শ্রেষ্ঠ পল্লীগীতি গায়িকার সনদ গ্রহন করেন। পরবর্তীতে ১৯৯১ সালে জাতীয় সাংস্কৃতিক সংস্থা হতে রবীন্দ্র সংগীত ও পল্লীগানের উপর গৌরবময় স্বর্ণপদক অর্জন করেন। তিনি গায়িকা ‘আব্বাস উদ্দীন স্বর্ণ পদক’, ‘ভাস্কর স্বর্ণ পদক’ ‘খেলাঘর স্বর্ণপদক’ সহ একাধিক স্বীকৃতি অর্জন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রেষ্ঠ-লোকগীতি-শিল্পী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ