Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

৩৯ দিনের মধ্যে
নব-নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ৩৯ দিনের মধ্যে প্যারিস চুক্তিতে বাইডেন-হ্যারিস প্রশাসন আবারও যুক্ত হবে। তিনি আরও বলেন, আবারও সঙ্কট মোকাবিলায় বিশ্বব্যাপী শীর্ষস্থান দখল করবে যুক্তরাষ্ট্র। যদিও এই ৩৯ দিন এখন থেকে নাকি তারা ক্ষমতা গ্রহণের পর থেকে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি কমলা হ্যারিস। এদিকে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা গ্রহণের পর প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে তিনি আবারও ফিরিয়ে নিয়ে যাবেন। ফ্রান্স টোয়েন্টিফোর।


গান্ধী স্ট্যাচু ভাঙচুর
ভারত সরকারের তিনটি নতুন কৃষি আইনের প্রতিবাদের ঢেউ লেগেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে ভারতীয় দ‚তাবাসের সামনে মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু ভেঙে ফেলেছে শিখ-মার্কিনি খালিস্তানি যুবকরা। নতুন কৃষি আইনের প্রতিবাদে খালিস্তানি হলুদ পতাকা হাতে বিক্ষোভ দেখায় তারা। গান্ধীর ম‚র্তিতেও খালিস্তানি পতাকা মুড়ে দেওয়া হয়। স্ট্যাচুর নীচে মোদির কাটআউট এবং প্ল্যাকার্ডে মোদির বিরুদ্ধে সেøাগান লেখা রয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় ওয়াশিংটন পুলিশ এবং যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিল। জিনিউজ।


প্রত্যাহার হচ্ছে
আগামী ৫ জানুয়ারির আগেই প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সউদী আরবের আরোপিত নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দুদদেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সউদী আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার। কিন্তু সন্ত্রাসবাদে মদদ এবং অর্থায়নের অভিযোগে অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি ছিল সউদীর। তবে এবার সউদী আরবের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে রিয়াদ। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ