Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে বসুন্ধরার ফুটবলারদের উচ্ছাস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৭:৪৪ পিএম

ট্রিকোটেক্স নারী ফুটবল লিগে ক’দিন আগেই গোলউৎসবে মেতে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। তারা ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাকি ছিল ট্রফি উল্লাস। এবার তাও হলো। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পেয়ে উচ্ছাসে মেতেছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। রোববার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের খেলোয়াড়ার ও কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩ লাখ টাকা প্রাইজমানির চেক তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো.সালাউদ্দিন। রানার্সআপ নাসরিন স্পোর্টস একাডেমিকে ট্রফির সঙ্গে দেয়া হয় ২ লাখ টাকার চেক। লিগের সেরা খেলোয়াড় বসুন্ধরা কিংসের তহুরা খাতুন ও সর্বাধিক গোলদাতা সাবিনা খাতুনকে দেয়া হয় পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি। সাবিনা ১২ ম্যাচে ৩৫ গোল করে রেকর্ড গড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ