Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার মহম্মদপুরে কবরস্থানের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংষর্ষ, আহত ১৫

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৬:০৪ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে কবরস্থানের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতাল ও গুরুতর জখমবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অড়পাড়া গ্রামে সার্বজনীন কবরস্থানের কমিটি গঠন নিয়ে শনিবার রাতে সাকেন আলী ও জিবলু খানের সমর্থকদের মধ্যে বিরোধ ও এক পর্যায়ে হাতাহাতি হয়। যা নিয়ে আজ রোববার দুপুরে দুই পক্ষ লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও ইকবাল নামে এক যুবককে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ