Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিপিই’র ফ্যাশন শো!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট বা পিপিই নিয়ে ফ্যাশন শো করেছে চীন। চীনের লিয়াওনিং প্রদেশে আয়োজিত চীন-ড্যানডং ফ্যাশন উইকে নানা ধরনের পিপিই প্রদর্শন করা হয়। আর সেসব পিপিই বিশ্বের সর্বাধুনিক বলেও দাবি করা হয়েছে। ওপি ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। এরপর দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৬ হাজার সাতশ একজন এবং মারা গেছে চার হাজার ছয়শ’ ৩৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৮১ হাজার সাতশ’ ৭৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে মাত্র ২৯৩ জন।

করোনা মহামারি এরই মধ্যে সামাল দিয়েছে চীন। কিন্তু সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে গেছে। বিশ্বে এরই মধ্যে মোট আক্রান্তের সংখ্যা সাত কোটি ১৫ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে ১৬ লক্ষাধিক মানুষ। সূত্র : ওপি ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ