Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক তাহমিনা মাহমুদ

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা মাহমুদ এবারে নোয়াখালী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ সাহাপুর গ্রামের নজরুল হাসানের স্ত্রী। সেনবাগ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের বিজবাগ গ্রামের ও জমিদারহাট বিএল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ছানাউল্লা মিয়ার মেয়ে ১৯৯৯ইং সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগ লাভ করেন। এরপর ২০০৭ইং সনে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে পদোন্নতির মাধ্যমে পার্শ্ববর্তী বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ওই বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর উপজেলা শিক্ষা অফিস তাঁকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিক হিসেবে বদলী করেন। বর্তমানে তিনি ওই বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রাথমিক শিক্ষার প্রতি তাঁর অধিক আগ্রহ এবং কোমলমতী শিক্ষার্থীদের প্রতি তাঁর মনোনিবেশের আলোকে নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ তাঁর এই মহতী উদ্যোগ দেখে তাঁকে নোয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক তাহমিনা মাহমুদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ