Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে জিন্নাহ খানের জি মিউজিক আর্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

২০০১ সালে ‘বান্ধবী রে কেনো চলে গেলে’ শিরোনামের একটি একক অডিও অ্যালবামের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরেন জিন্নাহ খান। একই বছরে বাংলাদেশ টেলিভিশনে কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে নিজের মেধার পরিচয় দেন। অল্প সময়েই জিন্নাহ খান আলোচিত হয়ে ওঠেন সঙ্গীতাঙ্গনে। একে একে প্রকাশ পায় তার ৪ টি একক অ্যালবাম। স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশ থেকে অর্জন করেন-বাচসাস, সিজেএফবি, বিএএম (ইউ এস এ ), এডব্লিউ (কানাডা ) অ্যাওয়ার্ড। জিন্নাহ খান ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসোবাস করছেন। সেখানে থেকে তিনি-মিশিগান, শিকাগো, নিউইয়র্ক, ইন্ডিয়ানাপলিশ ও কানাডাসহ বিভিন্নস্থানের মঞ্চে গান পরিবেশন করে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিরলসভাবে। প্রতিনিধিত্ব করছেন বাংলা গানের। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় গানের একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করায় গানের প্রতি তাঁর আত্মবিশ্বাস বেড়ে যায়। পরবর্তীতে স্কুল, কলেজ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় নিয়মিত গান গাইতে শুরু করেন তিনি। উচ্চাঙ্গ ও নজরুল সংগীতে তালিম নেন টাঙ্গাইলের ওস্তাদ আনন্দ চক্রবর্তী, সিলেটের ওস্তাদ রাম কানাই দাস ও ভারতের ওস্তাদ মসরুর আলী খানের কাছে। বর্তমানে আমেরিকা থেকেই নিজের নতুন নতুন গান এবং সেসব গান প্রকাশের লক্ষ্যে একটি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করেছেন। গীতিকার দেলোয়ার আরজোদা শরফ, মুসফিক লিটু, অভি আকাশ, রেদোয়ানসহ আরো অনেকেই এই চ্যানেলের জন্য গানের কাজ শুরু করেছেন। ইতোমধ্যেই পচিশটি গানের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান জিন্নাহ খান। সেই গানগুলো মিউজিক ভিডিও হয়ে কিছুদিনের মধ্যে মুক্তির কথা জানিয়েছেন এই শিল্পী। জিন্নাহ খান বলেন, প্রাথমিক পর্যায়ে একশ’ গানের প্রকল্প হাতে নিয়েছি আমরা। এখানে শুধু আমার নিজেরই নয়, সমসাময়িক শিল্পী ছাড়াও এই সময়ের অনেক জনপ্রিয় শিল্পীদের গানও আনা হবে ধারাবাহিকভাবে।র্ জিন্নাহ খান বলেন, ‘এখন প্রযুক্তির যুগ, অন্যসব কিছুর মত গানেও নানামুখি প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নাই। দেশে না থাকলেও দেশের এবং বিশ্বের মানুষ যাতে বাংলা গান উপভোগ করতে পারে সেই কারণে আমিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শ্রোতাদের কাছে আমার নতুন নতুন গানসহ দেশীয় শিল্পীদের গান পৌছে দিতে চাই। খুব শৗঘ্রই আমার চ্যানেলটি সঙ্গীতপ্রিয় সব মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। চানেলের নাম জি মিউজিক আর্ট। তার পার্টনার হয়ে এই চ্যানেলের সার্বিক তত্ত্ববধানে থাকবেন দেলোয়ার আরজোদা শরফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক-আর্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ