Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্তব্য সমালোচিত হবার পর টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললেন লেটিশিয়া রাইট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

একটি ভ্যাকসিন বিরোধী মন্তব্য যুক্ত ভিডিও ব্যাপকভাবে সমালোচিত হবার পর ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা লেটিশিয়া রাইট তার টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। ইউটিউব ভিডিওতে তৃতীয় লিঙ্গ বিরোধী আরও কিছু বিতর্কিত মন্তব্যও ছিল। ভিডিওটি সঠিকভাবে পরীক্ষা করার পর রাইট তা পোস্ট করেছিলেন বলে মনে হয় না। তিনি বোঝার আগেই তার ফলোয়াররা ব্যাপকভাবে তার সমালোচনায় মুখর হয়ে ওঠে। লেটিশিয়া ভিডিওতে মন্তব্য করেন যে চীন থেকে যদি ভ্যাকসিন আসে তাহরে মানুষ তার ওপর আস্থা করতে পারি কীনা। এর পর উদ্ভূত পরিস্থিতি সামাল দেবার জন্য তিনি তার টুইটার অ্যাকাউন্টকেই মুছে দিয়েছেন। মুছে ফেলার আগে রাইট টুইট করেন : “কাউকে আঘাত দেবার জন্য আমি মন্তব্য করিনি, আমার একমাত্র ইচ্ছা ছিল মানুষকে জানান ভ্যাকসিনে যা আছে আমাদের মরিরে নেয়া উচিত কিনা। আর কিছু নয়।” ভিডিওর বিষয় নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানা তিনি একান্ত ব্যক্তিগত পর্যায়ে ভেবেছেন। “যদি সবার কথা না ভেবে মন্তব্য করা হয় আর শুধু নিজের কথা ভাবা হয় তাহলে তা বাতিল করতেই হয়,” তিনি বলেন। ভক্তদের অনেকের ধারণা ছিল চ্যাডউইক বোসম্যানের মৃত্যুর পর ‘ব্ল্যাক প্যান্থার’ ফিল্মে তার স্থান নেবেন লেটিশিয়া রাইট। কিন্তু এই বিতর্কের পর তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ