Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভে উদ্বুদ্ধ করায় ইরানে সাংবাদিকের ফাঁসি কার্যকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ৭:০৫ পিএম

কার্যকর করা হলো ইরানের সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড। ইরানের অর্থনেতিক সংকটের বিরুদ্ধে ২০১৭ সালে দেশজুড়ে বিক্ষোভে উস্কে দেয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল। স্থানীয় সময় শনিবার (১২ ডিসেম্বর) সকালে রুহুল জালেমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়েছে। আল জাজিরা, রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। অনলাইনে তার বেশ কিছু লেখায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ ২০১৭ সালে বিক্ষোভে অংশ নেয়। সে সময় দেশের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শনিবার রুহুল্লাহ জামকে ফাঁসি দেয়া হয়। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রাখে।
ইরানের সংস্কারপন্থী ধর্মীয় নেতা মোহাম্মদ আলি জামের ছেলে রুহুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিলেও গত বছর ইরানি গুপ্তচরদের হাতে ধরা পড়েন। টেলিগ্রাম চ্যানেল আমাদনিউজে তার ১০ লাখেরও বেশি অনুসারী ছিল।
“মামলায় বিপ্লবী আদালত যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টও তা বহাল রেখেছে,” মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ের পর এমনটাই বলেছিলেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি।
রুহুল্লাহকে ইরানি গোয়েন্দারা ২০১৯ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে আটক করে ইরানে নিয়ে আসে বলে গত সপ্তাহে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছিল।
তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রুহুল্লাহ জাম 'অন্যায্য বিচারের' শিকার হয়েছেন, কারণ তার বিচার করা হয়েছে 'জোর করে আদায় করা স্বীকারোক্তির' ভিত্তিতে।
এ সপ্তাহের শুরুতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় রুহুল্লাহ জামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল। তারা এটিকে 'ইরানে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত' বলে বর্ণনা করে। সূত্র : আল জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ