Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ৬:০৭ পিএম

বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। শনিবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের খেলায় সেনাবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ জেলকে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সমান ব্যবধানে বিমান বাহিনীকে হারায়। নারী বিভাগের খেলায় বাংলাশে আনসার ৩-০ সেটে হারায় জামালপুর জেলাকে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং টুর্ণামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন। এবারের আসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, জেল, ফায়ার সার্ভিস ও জামালপুর জেলাসহ ১২টি দল অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ