বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে চোখের জলে বিদায় নিলেন সাবেকমন্ত্রী এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। গতকাল বিকেল তিনটায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিল চত্বরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে রাজেন্দ্র কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। জানাজা শেষে বিভিন্ন সংগঠন মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পণ করেন। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার কামাল ইউসুফ ঢাকায় ইন্তেকাল করেন। তিনি বিএনপির তিনবারের মন্ত্রী ও পাঁচবারের সংসদ ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।