Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী গ্রীস্ম থেকে শরতেই যুক্তরাষ্ট্রের সকলকে দেয়া হবে ভ্যাকসিন : ফাউচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ৭:৩৩ পিএম

আগামী গ্রীস্ম থেকে শরতেই স্বাভাবিক হয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সকল নাগরিককে দেয়া হবে ভ্যাকসিন, এমন একটি কথা বললেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনাস ডিজিজ এর পরিচালক ড. ফাউচি।সিএনএন এর ক্রিস কুমোকে তিনি বলেন ‘যতো দ্রুত সব মানুষ ভ্যাকসিনেটেড হবে, ততো দ্রুত সব স্বাভাবিক হবে। যদি আমাদের টিকাদান কর্মসূচী মসৃন হয়, তাহলে গ্রীস্মের মধ্যেই আমরা স্বাভাবিক জীবনে ফিরবো। খুব বেশি হলে শরৎ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।’ –সিএনএন, ফক্স
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন-এফডিএ জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ করেছে। দুই দিনের মধ্যেই তা অনুমোদন হয়ে যাবার কথা। ফাউচি বলেন, ‘আমাদের জনসংখ্যার বড় অংশকে ভ্যাকসিন দিতে হবে। সম্ভব হলে সকলকে। আমরা ভ্যাকসিন দেবার আগে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারবো না। আমার মনে হয়, দেশের প্রায় সব নাগরিকই ভ্যাকসিন নেবেন।’ এদিকে করোনাভাইরাসের একটি নতুন মডেল বলছে, পহেলা এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ২ হাজার জন মারা যাবেন। গত সপ্তাহে বলা হয়েছিলো মৃতের সংখ্যা হবে ৫ লাখ ৫৯ হাজার। শুধু করোনাভ্যাকসিনের কারণেই বাঁচবে ২৫ হাজার প্রাণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ