মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে উদ্বেগ প্রকাশ করে তাদের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে স্বেচ্ছা স্থানান্তর চেয়ে দেশটি বলছে, রোহিঙ্গাদের ভাসানচর থেকে অবাধে কক্সবাজারে যাওয়া আসার সুযোগ করে দিয়ে শরণার্থীদের মানবাধিকার সুরক্ষা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভাসানচরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্যে সেবা নিশ্চিত করা প্রয়োজন। ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের কারিগরি কমিটি সমীক্ষা চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।