Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে পড়ল স্পেস-এক্সের রকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

রকেটে করে মানুষ ও মালপত্র নিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা স্পেস-এক্স-এর। কিন্তু সেই রকেটের পরীক্ষা সফল হলো না। ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিং-এর সময় আগুন লেগে এটি ভেঙে পড়ে। রকেটটি সব মিলিয়ে সাড়ে ছয় মিনিট চালু ছিল। স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও এলোন মাস্ক টুইট করে জানিয়েছেন, পরীক্ষা সফল। তবে নামার সময় গতিবেগ খুব বেশি ছিল। তা হয়েছিল ফুয়েল ট্যাঙ্কে লো প্রেসারের জন্য। প্রয়োজনীয় সব তথ্য আমার টিম পেয়ে গেছে। রকেটটি আট মাইল বা ১৩ কিলোমিটার উপরে উঠেছিল। গতবারের প্রয়াসের তুলনায় ১০০ গুণ বেশি উচ্চতায় পৌঁছতে পেরেছে স্পেস-এক্সের রকেট। গত মঙ্গলবার টেক্সাসে রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ সময়ে বন্ধ রাখা হয়। এই রকেটের উৎক্ষেপণ নিয়ে যথেষ্ট কৌতুহল ছিল। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে রকেটটি বানানো হয়েছিল। সেটা ছিল ১৬০ ফুট লম্বা। তাতে র‌্যাপ্টর ইঞ্জিন ছিল। ল্যান্ডিং প্যাডে ছড়িয়ে আছে তার টুকরোগুলো। আগুন লাগার পর বিস্ফোরণ হয় এবং রকেট টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। অ্যামাজনের সিইও ও বøু অরিজিন রকেট কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যারা বিষয়টি জানেন, তারা বুঝবেন, এই পরীক্ষার পেছনে কর্মীরা কতটা খেটেছেন। ডিডবিøউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ