Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

থাইল্যান্ডে উন্মুক্ত

বিশ্বের সব দেশের জন্য স্পেশাল ট্যুরিস্ট ভিসা (এসটিভি) উন্মুক্ত করে দিয়েছে থাইল্যান্ড। এর ফলে নিজের দেশের করোনা পরিস্থিতি যা-ই থাকুক না কেন, সেই দেশের নাগরিক এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রায় দুই মাস সময়ে সেখানে ২৯টি দেশ থেকে মাত্র ৮২৯ জন ব্যক্তি এই ভিসার সুযোগ নিয়েছেন। মাত্র ৬টি প্রমোদতরী ভাড়া নিয়েছেন তারা। এর পর এ সুবিধাকে সব দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটি। ব্যাংকক পোস্ট।


হান্টারের তদন্ত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন, তার কর সংক্রান্ত বিষয়ে তদন্ত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে ফেডারেল প্রসিকিউটররা এ তদন্ত পরিচালনা করছেন। এক বিবৃতিতে হান্টার বাইডেন জানিয়েছেন, তিনি এ তদন্তের বিষয়টি ঘিরে অনেক কিছু শিখতে পেরেছেন। তবে এখনই তদন্তের বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানাননি। বিবৃতিতে হান্টার বলেছেন, ‘আমি এ ব্যাপারটি অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমি আত্মবিশ্বাসী যে একটি পেশাদারী পর্যালোচনার মাধ্যমে প্রমাণ হবে, আমি আমার বিষয়গুলো আইনি ও যথাযথভাবে পরিচালনা করেছি।’ বিবিসি।


ইরানের নিষেধাজ্ঞা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদ‚ত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের নিরীহ মানুষের ওপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখার জন্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদ‚তের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের সব সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর ভ‚মিকা রাখবে। পার্সটুডে।


তেলক‚পে হামলা
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের দুটি তেলক‚পে বোমা হামলা হয়েছে। এতে ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা স‚ত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার জানিয়েছে, আগুন নেভানোর জন্য দমকল বাহিনী কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি। উল্লেখ্য, খাবাজ তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়।স্থানীয় পুলিশ স‚ত্রের বরাত দিয়ে ইরাকের শাফাক বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠী জড়িত। পার্সটুডে।


দÐের মুখে সারকোজি
ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির চার বছরের কারাদÐ হতে পারে। ফ্রান্সের একটি আদালতে সারকোজির বিচারের শুনানি চলছে। বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল সাবেক এই প্রেসিডেন্টের জন্য চার বছরের কারাদÐের আবেদন জানিয়েছেন।তার বিরুদ্ধে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় খরচ করা অর্থের পরিমাণ গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যয় হওয়া দুই কোটি ডলার গোপন করার জন্য ভুয়া ব্যাংক হিসাব ব্যবহার করেছে নিকোলাস সারকোজি-র দল। বিবিসি, দি গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ