Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৌকীর আহমেদের নতুন সিনেমা স্ফুলিঙ্গ’র শুটিং শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

তৌকীর আহমেদ নতুন সিনেমা নির্মাণ করছেন। তার এই সিনেমার নাম স্ফুলিঙ্গ। আজ থেকে গাজীপুরে তার রিসোর্ট নক্ষত্রবাড়ি’তে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। সিনেমা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শ্যামল মাওলা। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমণি ও জাকিয়া বারী মম। নতুন সিনেমা নিয়ে তৌকীর আহমেদ বলেন, ‘করোনার কারণে সিনেমাটির নির্মাণ কাজ পিছিয়ে গিয়েছিল। এটি মুজিববর্ষেরই সিনেমা। অবশেষে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করতে পারছি এটাই সবচেয়ে আনন্দের বিষয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ব্যান্ডদল ও তাদের সদস্যদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে আমার নতুন এই সিনেমাটি। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে বাংলাদেশ জাতির স্থপতি এ বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে এতে তুলে ধরা হবে।’ অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘অনেক আগে থেকেই তৌকীর ভাইয়ের সিনেমায় কাজ করার স্বপ্ন ছিল। বলা যেতে পারে সিনেমায় কাজ করার জন্যই বিগত একটি বছর আমাকে তার পর্যবেক্ষণ এবং পরীক্ষার মধ্যে থাকতে হয়েছে। অবশেষে এই সিনেমায় কাজ করার সুযোগ পেলাম।’ চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘শ্রদ্ধেয় তৌকীর ভাইয়ের সিনেমায় কাজ করার বিষয়টি আমার কাছে এখনো স্বপ্নের মতোই মনে হয়। আমি মনে করি, তার সিনেমায় কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তিনি বলেছেন, সিনেমার শুটিং চলাকালীন সময়ে হয়তো বকাঝকাও করতে পারেন। এটা মেনে নিয়েই ভালোভাবে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে চাই।’ রওনক হাসান বলেন, ‘তৌকীর ভাই আমার পরম শ্রদ্ধার মানুষ। তিনি আমাকে সিনেমাটি কাজ করার প্রস্তাব দেবার সাথে সাথেই রাজি হয়ে যাই।’ ফজলুর রহমান বাবু বলেন, ‘তৌকীর নির্দেশনায় এর আগেও অভিনয় করে সম্মানিত হয়েছি। তৌকীর তার সিনেমায় আমাকে সবসময়ই রাখার চেষ্টা করেন এটা আমার জন্য ভীষণ সম্মানের।’ সিমোটিতে আরো অভিনয় করবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু’সহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’ এবং এর সঙ্গীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। তৌকীর আহমেদ নির্মিত সিনেমাগুলো হচ্ছে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’,‘অজ্ঞাতনামা’,‘হালদা’,‘ ফাগুন হাওয়ায়’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা-স্ফুলিঙ্গ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ