Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার গান শ্রোতা-দর্শকের ভালো লাগে এটাই আমার প্রথম পুরস্কার -মমতাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

সঙ্গীতশিল্পী মমতাজ তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৪ সালে মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহা প্রয়াণ’, ২০১৭ সালে হাছিবুর রেজা কল্লোলের ‘সত্ত্বা’ এবং ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মাসুদ পথিকেরই ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কৃত হয়েছেন। মমতাজ বলেন, ‘আমার গাওয়া গান শ্রোতা দর্শকের ভালো লাগে, এটাই আমার প্রথম ভালোলাগা, প্রথম পুরস্কার। কারণ, আমি মনে করি, দর্শক-শ্রোতার ভালোলাগার মাঝেই আমি বেঁচে থাকবো, আমার গান গাওয়ার অনুপ্রেরণা থাকবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত। এই পুরস্কার আমাকে বারবার একটি বিষয়েই আরো সচেতন করে তুলছে য়ে, গান বেশি বেশি গাওয়ার চেয়ে বেছে বেছে কম গান গাওয়া ভালো। যেমন কিছুদিন আগে মীর সাব্বিরের রাত জাগা ফুল সিনেমায় গান গেয়েছি। এই বছরে এই সিনেমাতেই শুধু গান গেয়েছি। আমার মনে হয়, ভালো গান কম গাইলেও শ্রোতা-দর্শকের কাছ থেকে মূল্যায়ণটা সঠিকভাবে পাওয়া যায়। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের। কৃতজ্ঞতা জানাই মাসুদ পথিককে। তার সিনেমাতে গান গেয়ে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। আবার তার সিনেমাতেই গান গেয়ে হ্যাট্রিক করেছি। সিনেমা নির্মাণে তার ভাবনা আমাকে দারুণভাবে আন্দোলিত করে। তার সিনেমায় আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা দেখতে পাই। ভীষণ মেধাবী এই পরিচালকের কাছে আগামী দিনেও আমরা আলো ভালো কিছু আশা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতাজ

৩১ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ