Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতার সেলিম খান আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

দেশের ঐতিহ্যবাহী অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই। আজ সকাল ৭ টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান জানান, করোনা আক্রান্ত হলে তাকে ৪ ডিসেম্বর রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল বাদ আসর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হয়। আশির দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলীদে দেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতাকে সেলিম খান প্রতিষ্ঠিত করেন। তার প্রতিষ্ঠান থেকে দেশের নবীণ-প্রবীণ এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পীর গানের অ্যালবাম, সিডি, ভিসিডি, প্রকাশিত হয়েছে। সেলিম খানের হাত ধরে অনেক জনপ্রিয় শিল্পীর উথান হয়েছে। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেলিম-খান-আর-নেই

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ