প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসন্ন অ্যাকশন ফিল্ম ‘মেটাল গিয়ার সলিড’-এ জনপ্রিয় ভিডিও গেইম ‘সলিড গিয়ার’-এর চরিত্র সলিড স্নেকের ভূমিকায় অভিনয় করবেন অস্কার আইজাক। জর্ডান ভোগ-রবার্টস পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটি নির্মিত হবে ১৯৮৭ সালে ডিজাইন করা ভিডিও গেইম ‘সলিড গিয়ার’ নিয়ে। ‘সলিড গিয়ার’ সৃষ্টি করেন হিদেও কোজিমা। ডেরেক কনোলি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। ‘মেটাল গিয়ার’ গেইম প্রথম মুক্তি পায় ৩৩ বছর আগে, ‘মেটাল গিয়ার সলিড’ সিরিজের তৃতীয় গেইম ১৯৯৬ সালে টোকিও গেইম শোতে মুক্তি পায়। গেইমে সলিড স্নেক একজন সৈনিক যে এক পারমাণবিক স্থাপনায় অনুপ্রবেশ করে ফক্সহাউন্ড নামে এক সন্ত্রাসী দলকে কাবু করার জন্য। ২০১৯ সালে আইজাক সলিড স্নেক চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। সেই সময় ভোট-রবার্টস জানিয়েছিলেন তিনি তার প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত। আইজাক এছাড়াও জেসিকা চ্যাস্টেইনের সহাভিনয়ে ‘সিন্স ফ্রম আর ম্যারেজ’ চলচ্চিত্রে অভিনয় করবেন। তারপর তিনি মারভেলের ‘মুন নাইট’ ফিল্মে নাম ভূমিকায অভিনয় করবেন। তার হাতে আরও আছে ‘ড্যুন’ রিবুট এবং পল শ্রেডারের ‘দ্য কার্ড কাউন্টার’। তিনি ব্রায়ান কে ভনের ‘এক্স মাকিনা’র পরিবর্তিত রূপ ‘দ্য গ্রেট ম্যাসিন’-এ অভিনয় এবং তা প্রযোজনা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।