পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। নেতৃদ্বয় আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন একজন জনদরদী নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার ইন্তেকালে জাতি স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী একজন রাজনীতিবিদকে হারালো।
নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের সমস্ত নেক আমল কবুল করে এবং সমস্ত গুনাহখাতা মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন মহান আল্লাহ পাকের দরবারে। উল্লেখ্য, তিনি গত ১৯ নভেম্বর নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত ৯ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হসপিটালে ইন্তেকাল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।