পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সভাপতি যশোর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব,যশোর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা আবুল খায়েরের বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।
নেতৃদ্বয় আল্লাহপাকের দরবারে মরহুমের ইলমী ও দ্বীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর যশোর বাস স্ট্যান্ডে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে জেলার শীর্ষস্থানীয় আলেম ওলামা, রাজনীতিবিদ, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে এবং এক ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাজায় ইমামতি করেন তার একমাত্র ছেলে হাফেজ নোমান যশোরী। জানাজা শেষে তাকে যশোর রেলওয়ে স্টেশন মাদরাসার পাশে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।