গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসান সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক রাষ্ট্রায়ত্ত ৬ টি চিনি কল বন্ধ করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাতিলের আহ্বান জানিয়ে আজ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরীপত্রের মাধ্যমে লোকসানের অজুহাত দেখিয়ে ৬ টি চিনি কল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আত্মঘাতী ও উন্নয়নের ধারা ব্যাহত করবে। তাছাড়া আখ মাড়াই ও চিনি উৎপাদন এর মৌসুম শুরু হয়েছে। এমনই একটি মুহুর্তে এই ঘোষণা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। সরকার যদি এই সিদ্ধান্ত কার্যকর করে তাহলে হাজার হাজার শ্রমিক তাদের কর্ম হারিয়ে রাস্তায় বসবে। সরকারের প্রতি আহ্বান কিভাবে চিনিকলগুলো লোকসানের হাত থেকে রক্ষা করা যায় তার জন্য পদক্ষেপ নিন। চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয়। চিনি শিল্প ধ্বংস হয়ে গেলে দেশ আমদানি নির্ভর হয়ে পড়বে। তখন নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। আমাদের কল কারখানা বাড়ানো উচিত। আমরা বাড়াতে পারছি না। সেখানে বন্ধ করাটা উন্নয়নের ধারায় সম্পূর্ণ বেমানান। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে চিনি কল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং শ্রমিকদের ৫ দফা ন্যায্য দাবি মেনে নিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।