Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনি সহিংসতা : ব্রাহ্মণপাড়ায় কেন্দ্রে হামলা, সাংবাদিকসহ আহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:৩৯ পিএম

সারাদেশে পাঁচটি পৌরসভা, ১০ উপজেলা ও ১১টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম।

এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনি দায়িত্বপালনকালে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন। এসময় গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

আহত সাংবাদিকরা হলেন— মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক।

এছাড়া, আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলায় আহত

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ